আরও কার্যকরী হতে চান মুস্তাফিজ

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপের শেষের দিকে এসে জ্বলে উঠেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি।  ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বাধিক উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে আছেন কাটার মাস্টার।


শেষ দুই ম্যাচেই ডেথ ওভারে দুর্দান্ত বল করেছেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে ৫৯ রানে ৫ উইকেট নেন এই পেসার। এরপর পাকিস্তানের বিপক্ষে একটু খরুচে বোলিং করেছেন কাটার মাস্টার। যদিও ৭৫ রানে ৫ উইকেট নিয়ে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার।


দুই ম্যাচে পাঁচটি করে উইকেট পেলেও ভারতের বিপক্ষে পাওয়া ৫ উইকেটই বেশি তৃপ্তি দিচ্ছে মুস্তাফিজকে। তবে ডেথ ওভারের বোলিং নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না মুস্তাফিজ। তাই ডেথ ওভারে আরও বৈচিত্র আনতে চান বাঁহাতি এই পেসার।


promotional_ad

মুস্তাফিজ বলেছেন, '৫ উইকেট সব সময়ই মনে থাকবে, বিশেষ করে বিশ্বকাপের মধ্যে পেয়েছি এটা। ভারতের বিপক্ষে ৫ উইকেটটা বেশি তৃপ্তি দিয়েছে। সবাই বলছে ডেথ ওভারে ভালো করছি। তবে ব্যক্তিগতভাবে খুশি না। আরেকটু ভালো করা যেত। বৈচিত্র্য আরও বেশি থাকলে ভালো হতো।'


বোলিংয়ের সামর্থ্য আরও বাড়াতে বেশি করে টি-টোয়েন্টি খেলতে চান মুস্তাফিজ। কাটারে বেশ সফল হলেও বিশ্বকাপে ইয়র্কারে ৫০ শতাংশ সফল হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইয়র্কার বোলিংয়ের সামর্থ্য বাড়াতে পারলে আরও ভালো বোলিং করা যাবে বলে বিশ্বাস বাঁহাতি এই পেসারের।


'এখন কাটার করছি। ইয়র্কার ফিফটি-ফিফটি হচ্ছে। এটার অ্যাকুরেসি আরও ভালো হলে ডেথ ওভারে আরও ভালো করা যাবে। সীমিত ওভারের ক্রিকেটে ভালো বোলিং করতে আমি মনে করি. আরও টি-টোয়েন্টি খেলা দরকার। শেষ ১০ ওভারে কেমন বোলিং করতে হবে এটা সবচেয়ে ভালো উপলব্ধি করা যায় টি-টোয়েন্টি খেললে।'


এই পেসার জানিয়েছেন দলের জন্য ম্যাচের যেকোনো পর্যায়েই বোলিং করতে প্রস্তুত তিনি। সমকালীন অনেক পেসারের চেয়েই গতি অনেকটাই কম বাংলাদেশি এই পেসারের। তারপরও নিজের গতি নিয়ে সন্তুষ্ট মুস্তাফিজ।


'আমি ম্যাচের যেকোনো পর্যায়ে বোলিং করতে প্রস্তুত আছি। আমি কিছুটা ভিন্ন ধর্মী পেস বোলার। ঘণ্টায় গড়ে ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারি। খুব বেশি গতি নেই। আমি আমার গতি নিয়ে সন্তুষ্ট কিন্তু ভবিষ্যতে বোলিংয়ে বৈচিত্র্য যদি বাড়াতে পারি, আমার জন্য ভালো হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball