promotional_ad

তাহির ও ডুমিনির শেষ ম্যাচ রাঙাতে চায় প্রোটিয়ারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির এবং জেপি ডুমিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের ক্যারিয়ার শেষ করবেন এই দুই ক্রিকেটার।  


ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের লড়াই থেকে অনেক আগেই বাদ দক্ষিণ আফ্রিকা।


পয়েন্ট টেবিলের আট নম্বরে আছে তাঁরা। অপরদিকে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে টেবিলের শীর্ষে আছে অ্যারন ফিঞ্চের দল।



promotional_ad

ম্যাচটিতে জিতে বিশ্বকাপ ভালোমতো শেষ করার সুযোগ এসেছে ফাফ ডু প্লেসিদের সামনে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই একটু বেশি খুশি প্রোটিয়া অধিনায়ক।


ম্যাচের আগের দিন গণমাধ্যমে জানান, 'আমাদের হারানোর কিছুই নেই। অস্ট্রেলিয়া আমার প্রিয় প্রতিপক্ষ।' 


গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরির শঙ্কায় আছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি না খেলতে পারলে অজি একাদশে দেখা যেতে পারে পিটার হ্যান্ডসকম্বকে।


অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ১০০তম ওয়ানডে ম্যাচ হতে যাচ্ছে এটি। 



সম্ভাব্য একাদশঃ-


অস্ট্রেলিয়াঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল/ পিটার হ্যান্ডসকম্ব , মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন ও জেসন বেহরেনডর্ফ। 


দক্ষিণ আফ্রিকাঃ- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), র‍্যাসি ভ্যান ডার ডাসেন, জেপি ডুমিনি, অ্যান্দিলে ফেহলুকায়ো, ডুয়ান প্রিটোরিয়াস, ক্রিস মরিস, কাগিসো রাবাদা এবং ইমরান তাহির। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball