বিশ্বকাপে বরাবরই ব্যর্থ তামিম

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
দেশসেরা ওপেনারের তকমা নামের আগে থাকলেও বিশ্বকাপের মঞ্চে বরাবরই ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে একটিতেও আলো ছড়াতে পারেননি তিনি।
চার বিশ্বকাপে ২৯ টি ম্যাচে খেলেছেন বাঁহাতি এই ওপেনার। ২৪.৭৫ গড়ে করেছেন ৭১৮ রান। তাঁর স্ট্রাইক রেট সত্তরের ঘরে (৭৩.১১)।

ফিফটি পেয়েছেন প্রতি বিশ্বকাপে একটি করে মোট চারটি। জাত চেনানোর সবচেয়ে বড় মঞ্চে একটি সেঞ্চুরিও করতে পারেননি এক সময়ের ড্যাশিং এই ওপেনার।
প্রতিনিয়ত ব্যর্থ হতে দেখা গেছে তামিমকে। ২০০৭ থেকে ২০১৯ সালের বিশ্বকাপে শুন্য থেকে নয় রানের মধ্যে তামিম আউট হয়েছেন ১১ বার।
১০ থেকে ১৯ রানের মধ্যে তিনি ফিরেছেন চার বার। এ ছাড়া ২০ থেকে ২৯ রানের মধ্যে পাঁচ বার, ৩০ থেকে ৩৯ রানের মধ্যে তিন বার, ৪০ থেকে ৪৯ রানের মধ্যে দুই বার ফিরেছেন তামিম।