ভুল স্বীকার করলেন মাশরাফি

ছবি: ছবিঃ- রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পুরো বিশ্বকাপে বল হাতে ম্লান ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারার পর গণমাধ্যমে এ কথা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
আসরের শুরু থেকে খেলা প্রায় প্রত্যেক ম্যাচেই শুরুর দিকে বল হাতে নিতে দেখা গিয়েছে মাশরাফিকে। তবে উইকেট নিতে পারেননি তিনি।

আসরে আট ম্যাচে মোট ৫৬ ওভার বোলিং করেছেন ডানহাতি এই পেসার। ৬.৪৪ ইকোনমি রেটে কেবল একটি উইকেট নিতে পেরেছেন তিনি।
লর্ডসে নিজের পারফর্মেন্স নিয়ে জানান, 'কোনো ম্যাচেই আমরা প্রথম ১০, ১৫ বা ২০ ওভারে উইকেট নিতে পারিনি। আমার থেকে শুরু করে অন্যান্য যারা ছিল তারা সবাই।
আমি মনে করি আমার এটাই ব্যক্তিগতভাবে দেখা উচিত। আমি যেহেতু এই সময়ে বোলিং করি, দায়িত্ব আমার। ফিল্ডিং এবার বড় সমস্যা ছিল আমাদের।'