নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপের ৪৩তম ম্যাচে শনিবার ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। দুই দলের জন্যই ম্যাচটি নিয়ম রক্ষার।
বাংলাদেশকে সর্বশেষ ম্যাচে হারিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা সেমিফাইনালের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে।
এই ম্যাচ জিতে লঙ্কানরা বিশ্বকাপ শেষ করতে চাইবে। ভারতের লক্ষ্য থাকবে জয়ের ধারা ধরে রেখে সেমিফাইনালে খেলা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা এবং ভারত সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলেছে।

সেই ম্যাচে ভারতকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছিল লঙ্কানরা। বিশ্বকাপে এই ম্যাচটিই অনুপ্রেরণা যোগাবে লঙ্কানদের। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।
বিশ্বকাপের বাকি অংশেও তাঁরা ব্যাটিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে পারেনি। তাই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ব্যাটসম্যানদের কাছ থেকে নিজেদের সেরাটা চাইবে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। ভারত অবশ্য নিজেদের ব্যাটি-বোলিং দুই বিভাগ নিয়েই নির্ভার।
দারুণ ফর্মে আছেন মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহরা। তাছাড়া ব্যাটিং অর্ডারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ধারাবাহিক ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতকে। ভারতের হয়ে মায়াঙ্ক আগারওয়াল এবং রবীন্দ্র জাদেজা এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে এই দুজনকেই একাদশে দেখা যেতে পারে।
লঙ্কানরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশ নিয়েই কোহলিদের বিপক্ষে মাঠে নামতে পারে। আন্তর্জাতিক ওয়ানডেতে শ্রীলঙ্কা এবং ভারত এখন পর্যন্ত ১৫৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৯০টি ম্যাচে। শ্রীলঙ্কার জয় ৫৬টিতে। একটি ম্যাচ টাই হয়েছে এবং ১১টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব/রবিন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মায়াঙ্ক আগারওয়াল/ ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রিত বুমরাহ।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, অভিষেক ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, জেফরি ভান্ডারসে, লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ইসুরু উদানা।