আগামী বিশ্বকাপে বাংলাদেশ ফেবারিটঃ মাশরাফি

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। দিন চারেক আগে পর্যন্তও সেই সম্ভাবনা টিকে ছিল। তবে শেষ দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
এবারের বিশ্বকাপে না পারলেও ভারতে অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে বাংলাদেশ অবশ্যই ফেবারিট থাকবে বলে বিশ্বাস টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এই ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

'আমাদের সামনের বিশ্বকাপ যেহেতু ভারতে, সেখানে আমি অবশ্যই বিশ্বকাপ জিততে বলব না, এটা ভাগ্যে থাকতে হবে। তবে ভারতে খেলা হলে বাংলাদেশকে অবশ্যই ফেবারিট বলতে হবে।'
২০২৩ বিশ্বকাপ যেহেতু প্রতিবেশী দেশ ভারতে হচ্ছে তাই আশাবাদী মাশরাফি। তবে, বিশ্বকাপ জিততে হলে ভাগ্যের সহায়তা লাগবে বলে মনে করেন বাংলাদেশের এই অধিনায়ক।
ক্যারিয়ারের সবশেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন মাশরাফি। ওয়ানডে অধিনায়ক মনে করেন আগামী বিশ্বকাপে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরাই দলের হাল ধরবেন। তাছাড়া তরুণ প্লেয়াররাও যেন ফর্মে থাকেন, এই কামনাই করছেন দেশসেরা এই অধিনায়ক।
'আর সামনের বিশ্বকাপে যাওয়ার আগে আমি আশা করব সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এরা যেন বেঁচে থাকে, সম্পূর্ণ সুস্থ থাকে, কেউ যেন ইনজুরিতে না থাকে। বা নতুনরা যেন ইনফর্ম খেলতে পারে।'