বড় দলগুলোর সঙ্গে আমাদের দুটি পার্থক্যঃ মাশরাফি

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারতের মতো বড় দলগুলোর সঙ্গে নিজেদের দুটি বড় পার্থক্য খুঁজে পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বোলিং আর ফিল্ডিং ভালো না করার কারণেই বিশ্বকাপে বড় রকমের মাশুল দিয়েছে টাইগাররা। কেবল দলের ব্যাটিং ভালো হওয়ায় স্বস্তি পাচ্ছেন অধিনায়ক।

বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করা এই তিন দলের সঙ্গে নিজেদের বোলিং আর ফিল্ডিংয়ে বড় রকমের পার্থক্য খুঁজে পেয়েছেন তিনি।
লর্ডসে এই প্রসঙ্গে ব্যাখা দেওয়ার সময় মাশরাফি জানান, 'বড় দল বলতে আপনি ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে বুঝিয়েছেন। বিশ্বকাপে আসার আগে আমি তিন বিভাগ (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) নিয়েই সচেতন ছিলাম। আমি জানতাম তিন বিভাগে শতভাগের চাইতে ভালো করলে আমরা তাঁদের সাথে জিততে পারব।
এখন আমার মনে হচ্ছে ব্যাটিংয়ে আমরা তাঁদের সমপর্যায়ে ছিলাম। বোলিংয়ে অনেক বড় ধরণের পার্থক্য আছে। ফিল্ডিংয়ে তাঁর থেকেও বড় পার্থক্য আছে। এই দুইটা জায়গায় তাদের সঙ্গে আমাদের বিস্তর ফারাক। যেখানে আমাদের উন্নতির সুযোগ আছে।'