দিনের সেরাঃ শাহিন আফ্রিদি

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পেসার শাহিন আফ্রিদির বোলিং তান্ডবে পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে এই স্পিড স্টারের তান্ডবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ২২১ রানে।
বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন আফ্রিদি। এরপর একে একে ফিরিয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মোসাদ্দেক হোসেনকে।

দুর্দান্ত বোলিং পারফর্মেন্সে বেশ কয়েকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন পাকিস্তানের তরুণ এই পেসার। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩৫ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন আফ্রিদি। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে এটাই যেকোনো বোলারের সেরা বোলিং পরিসংখ্যান। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিদিই একমাত্র পাকিস্তানি বোলার যিনি ৬ উইকেট শিকার করেছেন।
সব মিলিয়ে বিশ্বকাপের পুরো আসরে সেরা ছন্দে না থাকলেও শেষটা রাঙিয়েছেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে আগুন ঝড়া বোলিং করে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
দুর্দান্ত বোলিংয়ে ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসের অনার্স বোর্ডে নামও তুলেছেন আফ্রিদি। চলতি বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ১৬টি উইকেট নিয়ে বিশ্বকাপ শেষ করেছেন এই স্পিড স্টার।