ভুল ভেবেছিলাম, ম্যাককালামের স্বীকারোক্তি

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, বাংলাদেশ এবার একটি ম্যাচের বেশি জিতবে না। কিন্তু গ্রুপ পর্বের শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে নিয়েছে তিনটি ম্যাচ। নিজের প্রত্যাশার চাইতে ভালো খেলেছে বাংলাদেশ, একথা স্বীকার করেছেন ম্যাককালাম।
টুইটারে ম্যাককালাম লিখেছেন, 'আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ আমার প্রত্যাশা মতো খেলতে পারেনি। আর বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আমার প্রত্যাশার চাইতে বেশি ভালো খেলেছে।'

আসরের শেষদিকে উইকেটে ফাটল ধরায় উপমহাদেশের দলগুলো ভালো খেলবে বিশ্বাস ম্যাককালামের। যদিও বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে এশিয়ার একমাত্র প্রতিনিধি ভারত।
'ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ঠিক সেভাবেই খেলেছে যেভাবে আমি অনুমান করেছিলাম। শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের ম্যাচটি সবকিছু ওলটপালট করে দিয়েছে।'
আসর যতোই সামনে গড়াচ্ছে ততই উইকেটে পরিবর্তন হচ্ছে। এখন এখানে উপমহাদেশের দলগুলো খেলতে পারলে তাদের ভালো সম্ভাবনা ছিল।'