বিশ্বকাপে আফ্রিদির ইতিহাস

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে ৩৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ৬টি উইকেট নিতে পারেনি কোনো বোলার। ফলে, এবারের বিশ্বকাপে এক ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ডও এখন আফ্রিদির দখলে।

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে পাঁচ উইকেট নেয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন পাকিস্তানের এই স্পিড স্টার। দুর্দান্ত বোলিংয়ের পর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আফ্রিদি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই তরুণ জানিয়েছেন রেকর্ড গড়ে আনন্দিত তিনি।
প্রথম ইনিংসে কাটার দিয়ে পাকিস্তানের ইনিংস ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৭৫ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন তিনি।
বাংলাদেশি এই পেসারের বোলিং দেখেই কাটার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন আফ্রিদি। আর তাতেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন এই পাকিস্তানি পেসার।
'আমি এই পারফর্মেন্স নিয়ে অনেক আনন্দিত। এটা আমার জন্য বিশেষ অনুভূতি, আমার পরিবার এবং পাকিস্তানের সবার জন্য। উইকেট কিছুটা স্লো ছিল। প্রথম ইনিংসে মুস্তাফিজ কাটার ব্যবহার করে ভালো বোলিং করেছে এবং তাই আমিও চিন্তা করেছিলাম কাটার ব্যবহার করবো।'