শচিন, হেইডেনের পর সাকিব

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শচিন টেন্ডুলকার ও ম্যাথু হেইডেনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে কমপক্ষে ৬০০ রান করার গৌরব অর্জন করলেন সাকিব আল হাসান।
চলমান বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে বিশ্বসেরা এই অলরাউন্ডার। আট ইনিংসে ১০০.১৬ গড়ে ৬০১ রান করেছেন তিনি।

২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন ভারতের কিংবদন্তী শচিন। এরপর ২০০৭ বিশ্বকাপে ১০ ইনিংসে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন করেছিলেন ৬৫৯ রান।
এবার ৬০০ অতিক্রম করে তাঁদের পরেই নাম লিখিয়েছেন সাকিব। এছাড়া আরও একটি রেকর্ডে শচিনের পাশে নাম লিখিয়েছেন তিনি।
একই বিশ্বকাপে ৫০ বা তার বেশি রানের ইনিংস সবচেয়ে বেশি খেলার রেকর্ড ছিল শচিনের (সাতটি)। ২০০৩ বিশ্বকাপে এমন রেকর্ড গড়েছিলেন শচিন। এবার সাতটি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন সাকিব।