বিশ্বকাপে শচিনের সঙ্গী সাকিব

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ফর্মের তুঙ্গে ছিলেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ব্যাট করে ৭টিতেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান। ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ডে ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছুঁয়েছেন সাকিব।
এই রেকর্ডে এতদিন নিঃসঙ্গ ছিলেন ভারতের ব্যাটিং জিনিয়াস। এবার তাঁর পাশে বসলেন সাকিব। ২০০৩ বিশ্বকাপে শচিন ৭টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন। সেই আসরে ছয়টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেন শচিন।

চলতি বিশ্বকাপে ৫টি হাফ সেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে শচিনের পাশে জায়গা করে নিয়েছেন সাকিব। এবারের বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে আছেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৮ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৬০৬ রান।
বিশ্বকাপের এক আসরে সর্বাধিক হাফ সেঞ্চুরির করার রেকর্ডেও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাকিব। তাঁর সামনে কেবল শচিন। চলতি বিশ্বকাপে ৫টি হাফ সেঞ্চুরি করে ডেভিড বুন (১৯৮৭), গ্রায়েম স্মিথ (২০০৭), জাবেদ মিয়াঁদাদ (১৯৯২), জনাথন ট্রটদের (২০১১) সঙ্গী হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সাকিবের সঙ্গেই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সামনে আরও দুটি ম্যাচ বাকি আছে ভারতের। শচিনের এক আসরে সর্বোচ্চ ৬ হাফ সেঞ্চুরির রেকর্ড কোহলির কারণেই এখন অরক্ষিত।