promotional_ad

সেরা দশে নবম সাকিব

ছবিঃ- রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ১৯ রান করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ রান সংগ্রাহকের তালিকায় পৌঁছে যেতে পারতেন সাকিব আল হাসান। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে ১৯ রানের জায়গায় তিনি করেছেন ৬৪ রান।


ফলে বিশ্বকাপে সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় তাঁর স্থান নয় নম্বরে। এই রান করতে তিনি পেছনে ফেলছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে (১১ তম) এবং তিলকারত্নে দিলশানকে (দশম)। 


বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিব ৪৫.৮৪ গড়ে এক হাজার ১৪৬ রান করেছেন। তাঁর নামের পাশে আছে দুইটি সেঞ্চুরি এবং ১০ টি হাফ সেঞ্চুরি। 



promotional_ad


বিশ্বকাপে সবেচেয় বেশি রানের মালিক ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। ছয়টি বিশ্বকাপ খেলা লিটল মাস্টার ৪৫ ম্যাচে ৫৬.৯৫ গড়ে ২ হাজার ২৭৮ রান করেছেন। হাঁকিয়েছেন ছয়টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি। 


তালিকার দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৪৬ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি এবং ছয়টি হাফ সেঞ্চুরিসহ ৪৫.৮৬ গড়ে এক হাজার ৭৪৩ রান করেছেন পন্টিং।


তালিকায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা ও এবি ডি ভিলিয়ার্স। পাঁচটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরির মালিক সাঙ্গাকারা ৩৭ ম্যাচে ৫৬.৭৪ গড়ে এক হাজার ৫৩২ রান করেছেন। 



বিশ্বকাপে ৩৪ ম্যাচে দুইটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিসহ ৪২.২৪ গড়ে এক হাজার ২২৫ রান করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স বিশ্বকাপে খেলেছেন ২৩ ম্যাচ। ৬৩.৫২ গড়ে তাঁর সংগ্রহ এক হাজার ২০৭ রান। হাঁকিয়েছেন চারটি সেঞ্চুরি এবং ছয়টি হাফ সেঞ্চুরি।  
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball