রাজ্জাককে ছাড়িয়ে লর্ডসের অনার্স বোর্ডে মুস্তাফিজ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। সেই সঙ্গে আব্দুর রাজ্জাককে টপকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি এই পেসার।
পাকিস্তানের ওপেনার ইমাম উল হক হিট উইকেট হয়ে সাজঘরে ফিরলে উইকেটের খাতা খোলেন মুস্তাফিজ। এরপর একে একে ফিরিয়েছেন হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান এবং মোহাম্মদ আমিরকে। এর মধ্যে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিলেন মুস্তাফিজ।

আগের ম্যাচে ভারতের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। সেই ম্যাচেই রাজ্জাককে ছুঁয়ে ফেলেন মুস্তাফিজ। পরের ম্যাচে দিয়েই রাজ্জাককে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ।
আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেয়ার রেকর্ডে রাজ্জাক এখন দুই নম্বরে। তিনি ৪বার ৫ উইকেট নিয়েছেন। দুইবার ৫ উইকেট নিয়ে এই তালিকার তিন নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০১৭ সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫০ রানে ৫টি এবং দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট নিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে আলো ছড়ানোর পর ২০১৫ সালের ১১ নভেম্বর মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট নেন বাংলাদেশের তরুণ এই পেসার।
এরপর মাঝে বেশ সময় গেলেও আর ৫ উইকেট নেয়া হয়নি তাঁর। সাড়ে চার বছর পর চলতি বিশ্বকাপে ২ জুলাই ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে অপেক্ষা ফুরান মুস্তাফিজ। চলতি বিশ্বকাপে ৮ ম্যাচে মুস্তাফিজের শিকার ২০ উইকেট। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সেরা। ২৪ উইকেট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।