মুস্তাফিজের দ্রুততম সেঞ্চুরি

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে এই মাইলফলকে পা রেখেছেন বাংলাদেশের এই পেসার।
সবমিলিয়ে ষষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন এবং মোহাম্মদ রফিক এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

১০০ উইকেট শিকার করতে মুস্তাফিজ খেলেছেন মাত্র ৫৪ টি ম্যাচ। এছাড়া সবমিলিয়ে চতুর্থ বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ডটি আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের দখলে। মাত্র ৪৪ টি ম্যাচ খেলেই ১০০ উইকেটের মালিক হন তিনি। দ্বিতীয় দ্রুততম অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ১০০ উইকেট পূর্ণ করতে তাঁর লেগেছে ৫২ ওয়ানডে।
তালিকার তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাক ৫৩ ওয়ানডে খেলে ১০০ উইকেট ঝুলিতে পুরেছেন। চার নম্বরে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। ৫৪ ওয়ানডে খেলে এই মাইলফলকে পা রাখেন তিনি।
দুটি উইকেট নিয়ে যৌথভাবে বন্ডের পাশে নাম লিখিয়েছেন মুস্তাফিজ। পাশাপাশি তালিকার পাঁচ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লিকে ছাড়িয়ে গিয়েছেন বাঁহাতি এই পেসার। ১০০ উইকেট নিতে লি খেলেছিলেন ৫৫টি ওয়ানডে।