একাদশে দুই পরিবর্তন বাংলাদেশের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে ২টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পায়ের মাংশপেশির চোট কাটিয়ে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তাই আজ খেলছেন তিনি। ফলে আবারো সাইড বেঞ্চে বসতে হচ্ছে সাব্বির রহমানকে।
এছাড়াও পেসার রুবেল হোসেনের পরিবর্তে আজ দলে জায়গা পেয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও খেলছেন আজকের ম্যাচে। বৃহস্পতিবার নেটে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেয়েছিলেন মুশফিক। তবে এরই মধ্যে ফিট হয়ে ওঠায় মাঠে নামছেন তিনি।
উল্লেখ্য বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তাই আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার বলেই বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের মতো অবশ্য অনেকটা একই কাতারে অবস্থান পাকিস্তানেরও। কারণ কাগজে কলমে সেমিফাইনালের আশা টিকে থাকলেও বাস্তবে তা অসম্ভব। কারণ মাশরাফিদের ৩১৬ রানের ব্যবধানে হারাতে পারলে তবেই শেষ চার নিশ্চিত করতে পারবে পাকিস্তান।
এদিকে পাকিস্তান আজ খেলতে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফিল্ডিং অনুশীলনে হাতে চোট পেয়েছিলেন পেসার ওয়াহাব রিয়াজ। এরই মধ্যে সুস্থ হয়ে ওঠায় আজ খেলছেন তিনি।
বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশঃ
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেট রক্ষক), ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি।