promotional_ad

টস হারলেন মাশরাফি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একটু পরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। এরই মধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। 


বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তাই আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার বলেই বিবেচিত হচ্ছে। তবে শেষটা ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।



promotional_ad

বাংলাদেশের মতো অবশ্য অনেকটা একই কাতারে অবস্থান পাকিস্তানেরও। কারণ কাগজে কলমে সেমিফাইনালের আশা টিকে থাকলেও বাস্তবে তা অসম্ভব। কারণ মাশরাফিদের ৩১৬ রানের ব্যবধানে হারাতে পারলে তবেই শেষ চার নিশ্চিত করতে পারবে পাকিস্তান। 


এবারের বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ৭ উইকেটের পরাজয় মেনে নিতে হয় তাদের। পরের ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে যায় তারা।


এরপর আবারো ছন্দে ফিরে সরফরাজ আহমেদের দল। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে নিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। কিন্তু নেট রানরেটে বেশ পিছিয়ে থাকায় অসম্ভব লক্ষ্যের সামনে দাঁড়িয়ে পাকিস্তান।



পক্ষান্তরে, বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে মাশরাফিবাহিনী। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বিপক্ষেও জয় পেয়েছে তারা। আর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball