ফিল্ডিংয়ে অবহেলা নেই আমাদেরঃ রোডস

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ বাজে ফিল্ডিংয়ের মাধ্যমে হাতছাড়া করেছে বাংলাদেশ। এ কারণে সেমিফাইনাল থেকেও ছিটকে গিয়েছে তাঁরা। যদিও ফিল্ডিংয়ে অবহেলা নেই ক্রিকেটারদের, জানিয়েছেন হেড কোচ স্টিভ রোডস।
গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে রানআউট এবং ক্যাচ মিস করেছিল বাংলাদেশের ফিল্ডাররা। সেই তিনটি ম্যাচেই পরাজয় মেনে নিতে হয়েছে তাঁদের।

লর্ডসে ফিল্ডিং নিয়ে কথা বলার সময় রোডস বলেছেন, 'আমাদের ফিল্ডিং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো ভালো নয়। আমরা জানি ফিল্ডিংয়ে আমাদের অনেক দিন ভালো যায়নি। যেদিন আমরা ভালো ফিল্ডিং করি, সেটা দলের জন্য দারুণ কাজে লাগে।
আমরা অতোটা অ্যাথলেটিক নই। তবে আমরা কঠিন পরিশ্রম করে যাচ্ছি। এই ব্যাপারে একটুও অবহেলা করছি না। সবসময় চেষ্টা করছি ভালো করার।'
রোডসের বিশ্বাস, আগের চেয়ে ভালো ফিল্ডিং করছে বাংলাদেশ। এখনও উন্নতির অনেক জায়গা আছে বলে মনে করেন তিনি।
'আমাদের ব্যাটিং আর বোলিংয়ে দক্ষতা ভালো। সাম্প্রতিক সময়ে আমরা এখানে উন্নতি করেছি। ফিল্ডিংয়েও আগের যেয়ে উন্নতি হয়েছে। সব দিকেই আমাদের আরও উন্নতি করতে হবে।'