পত্রিকার শিরোনাম মুখস্ত ক্রিকেটারদের!

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের সেমিফাইনাল ওঠার আর কোনও সম্ভাবনা নেই বাংলাদেশের। দলের পারফর্মেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় চলছে সমালোচনা। যদিও সমালোচনা দলের প্রতি কোনও প্রভাব ফেলছে না, দাবী করছেন হেড কোচ স্টিভ রোডস।
সাকিব আল হাসান ছাড়া প্রায় সব ক্রিকেটারের পারফর্মেন্স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পারফর্মেন্স নিয়ে চলছে সমালোচনা।

এই ধরণের সমালোচনা দলের ক্রিকেটারদের প্রতি যারপরনাই প্রভাব পড়ে। যদিও এই মুহূর্তে তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা এসব নিয়ে খুব বেশি ভাবছেন না।
'এটা সাধারণত দলের প্রতি প্রভাব ফেলে। মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন প্রতিদিনই অনেক কথা দেখা যাচ্ছে। পত্রিকার শিরোনাম মুখস্ত ক্রিকেটারদের। তাই এটা খুব বেশি প্রভাব ফেলছে না।'
মিডিয়ার জোর গুঞ্জন, পাকিস্তানের বিপক্ষে লর্ডসের ম্যাচ খেলেই অবসরে যাচ্ছেন মাশরাফি। যদিও এই বিষয়ে মাশরাফির ওপরেই সিদ্ধান্ত ছেড়ে দিতে চান কোচ।
তিনি আরও বলেন, 'মাশরাফি এটা বোর্ডের সঙ্গে বসে সিদ্ধান্ত নিবে। এটা তাদের ওপরে ছেড়ে দেওয়াই ভালো। মিডিয়া দারুণ সংবাদ করতে পারবে। আমাদের এখন মাশরাফির সিদ্ধান্তে সম্মান রাখা উচিত।'