চিন্তিত নন রোডস

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে কনুইয়ে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যানের চোট নিয়ে চিন্তিত নন দলের হেড কোচ স্টিভ রোডস।
বৃহস্পতিবার নেটে ব্যাটিং করার সময় কনুইয়ে চোট পাওয়ার পর মুশফিককে দ্রুত ড্রেসিংরুমে নেয়া হয়। রোডসের বক্তব্যে আশা করা যাচ্ছে আগামী ম্যাচে খেলবেন তিনি।

সংবাদ সম্মেলনে রোডস বলেন, 'আমি ফিজিওর সঙ্গে এখনও দেখা করতে পারিনি। সে (মুশফিক) যেখানে ব্যথা পেয়েছে সেখানে সাধারণত খুব গুরুতর কিছু হয় না। আমার মনে হয় না খারাপ কিছু হয়েছে। আশা করছি ব্যথা সেরে যাবে।'
চলমান বিশ্বকাপে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে নেটে চোট পেয়েছিলেন মুশফিক। সে ম্যাচেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। যদি পরবর্তীতে খেলেছিলেন তিনি।
ব্যাট হাতে অসাধারণ ফর্মে আছেন মুশফিক। সাত ম্যাচে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরিসহ ৫৮.৫০ গড়ে ৩৫১ রান সংগ্রহ করেছেন তিনি।