ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের ভাবনায় পরবর্তী বিশ্বকাপ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সেমিফাইনালের দৌড় থেকে ইতিমধ্যে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। বিশ্বকাপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল আজ একে অপরের মুখোমুখি হচ্ছে। চলতি বিশ্বকাপে দুই দলেরই এটা শেষ ম্যাচ। নিজেদের মিশন শেষ করার আগে দুই দলই পরবর্তী বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দলের পেস বোলার রডি ইস্টউইক জানিয়েছেন তাদের বেশ কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে। তাদের নিয়েই আগামী বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করতে চান তিনি। তবে এর জন্য ধৈর্য্য ধরে রাখতে হবে বলে মনে করেন এই ক্যারিবীয় কোচ।

'অবশ্যই আমরা ম্যাচ হেরে খুশি না। আমরা কিছু খেলোয়াড় তৈরি করছি এবং আমরা যদি ধৈয্য ধরে রাখতে পারি তবে দারুণ হবে। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে এবং এটা হতে থাকলে অনেক ভালো হবে। আমরা বড় মূহুর্তে ভালো খেলতে পারিনি এবং আশা করছি আমরা এটা থেকে শিখতে পারবো। এটা থেকে আমরা এগিয়ে যেতে পারবো এবং পরবর্তী বিশ্বকাপের জন্য পরিকল্পনা করতে পারবো।'
চলতি বিশ্বকাপে মানসম্পন্ন পেস বোলারের স্বল্পতা অনুভব করেছে আফগানিস্তান। তাই আগামী বিশ্বকাপের আগেই তাঁরা বেশ কিছু পেস বোলার বের করে আনতে চায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন আফগান দলপতি গুলবাদিন নাইব।
'গত দুই-তিন বছর আমরা স্পিনারদের ওপর ভরসা করেছি। বিশেষ করে মুজিব যখন এলো। আমাদের দুজন স্পিনার আছে মুজিব এবং রশিদ। যদি আমরা গত দুই-তিন বছর পেসারদের নিয়ে কাজ করতাম তবে এই টুর্নামেন্টে আমাদের ভালো পেসার থাকতো। এটা একটি সমস্যা। আমরা ভালো পেস বোলার খুঁজে পাইনি। আমরা স্পিনারদের নিয়ে কাজ করেছি, এটার জন্যই আমাদের বিশ্বমানের স্পিনার আছে। যদি দুই তিনজন ভালো পেস বোলার থাকতো, তাহলে এটা আমাদের জন্য ভালো হতো বিশ্বকাপে। আশা করছি ভবিষ্যতে আমরা ভালো কিছু পেস বোলার পাবো এবং আশা করছি এটা কাজে দেবে।'
বিশ্বকাপের শুরু থেকেই সেরা ছন্দে নেই ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ দুই ম্যাচে জয়ের অনেক কাছে গিয়েও হেরেছে তাঁরা। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জমিয়ে তুলেও হেরেছে জেসন হোল্ডারের দল।
আফগানিস্তানও বেশ কয়েকটি ম্যাচে উত্তেজনা ছড়িয়ে শেষ দিকে হেরেছে। ভারতের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে তাঁরা। আর পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেছে তাঁরা। দুই দলই জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে।