শেষটাও রাঙাতে চান সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে নিজের সেরা ছন্দে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সেমিফাইনালের আশা শেষ হয়ে গেলেও বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি আছেন বাংলাদেশের।
শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাকি ম্যাচটিতেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এই অলরাউন্ডারের জানিয়েছেন, দলের জন্য অবদান রাখাই মূখ্য তাঁর কাছে।

'চেষ্টা থাকবে যেভাবে খেলছি সেভাবে যেন বিশ্বকাপটি শেষ করতে পারি। তাহলে খুবই ভালো লাগবে নিজের কাছে। ব্যক্তিগত দিক থেকে এটাই......তবে আমি সবসময় প্রেফার করি যেন দলের জেতার পেছনে কন্ট্রিবিউট করতে পারি। আর সেটি করতে পারলে ভালো লাগবে।'
এরই মধ্যে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে এক আসরে ৫০০ রান এবং ১০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। নিখুঁত তথ্য মতে চলতি বিশ্বকাপে ৫৪২ রানের সঙ্গে বল হাতে ১১ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ৫৪৪ রান নিয়ে সাকিবের উপরে আছেন কেবল ভারতের রোহিত শর্মা। এই রান করতে সাকিবের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন রোহিত।
তাছাড়া টাইগার অলরাউন্ডারের চেয়ে কিছুটা পিছিয়ে থেকে তিন এবং চার নম্বরে থাকা ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চরাও একটি করে ম্যাচ বেশি খেলেছেন। ফলে বোঝাই যাচ্ছে সাকিব ব্যাট হাতে প্রতিপক্ষকে কতটা শাসন করেছেন।