ভালো খেলতে নয়, আমরা জিততে এসেছিলামঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত মাত্র ৩টি ম্যাচে জিতলেও আর সুযোগ নেই তাদের সামনে শেষ চারে খেলার। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানকে হারানোর পাশাপাশি বাকি দলগুলোর বিপক্ষে লড়াই করেছে মাশরাফি বিন মুর্তজার দল।
দলগত পারফর্মেন্স সন্তুষ্ট জনক হলেও এবারের আসরে অনেকটা একাই দেশের জন্য লড়াই করে গিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫৪২ রান এবং ১১ উইকেট শিকার করা এই অলরাউন্ডার জানিয়েছেন, বিশ্বকাপে ভালো খেলে সন্তুষ্ট হতে আসেনি বাংলাদেশ।

জয়ের লক্ষ্য নিয়েই এবারের আসরে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ ফলাফল না হওয়ার হতাশ হয়েছেন সাকিব। ছোট ছোট ভুল বাংলাদেশের বিশ্বকাপ ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার।
সাকিব বলেন, 'হ্যা বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে। তবে যথেষ্ট ভালো আমরা খেলতে চাইনি, আমরা চেয়েছি জিততে। কিন্তু সেটি সম্ভব হয়নি, যেটা আমার কাছে মনে হয় খুবই হতাশাজনক যে এতবড় টুর্নামেন্টে আমাদের যে আশা ছিল বা যে চিন্তা নিয়ে এসেছিলাম সেটি বাস্তবায়ন করতে পারলাম না।
সেদিক থেকে আমরা খুবই হতাশ। আমার কাছে মনে হয় ছোট ছোট কিছু জিনিস যদি আমরা ঠিকভাবে করতে পারতাম তাহলে আমার মনে হয় ফলাফলটি অনেক ভালো হতো।'
সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেলেও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার। সেই লক্ষ্যে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।