এখনো মাশরাফির বিকল্প পাইনিঃ রোডস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিয়ারের শেষ দিকে এসে বল হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা। চলতি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে মাত্র ১ উইকেট নেয়া এই পেসারকে নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।
অনেকেই বলছেন, এখনই সময় বাংলাদেশের সবথেকে সফল এই অধিনায়কের অবসর নিয়ে নেয়ার। এবারের আসরে ৩১৫ গড়ে বোলিং করা এই কাপ্তানকে নিয়ে কোচ স্টিভ রোডসের ভাবনাটা অবশ্য ভিন্ন।
এই ইংলিশম্যানের দাবি মাশরাফিকে বদলি করার মতো বোলার এখনো খুঁজে পায়নি বাংলাদেশ। তাঁর বিকল্প খুঁজে পেতে এখন থেকেই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

এখন পর্যন্ত ২১৬ ওয়ানডে, ৩৬ টেস্ট এবং ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন মাশরাফি। বল হাতে বেশ অভিজ্ঞ ডানহাতি এই পেসার। বিশ্বকাপে ফর্ম খরায় আছেন তিনি। কিন্তু বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার তিনি।
৪.৮৬ ইকোনমিতে ২৬৬ উইকেট আছে তাঁর নামের পাশে। টেস্টে ৭৮ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ৪২ উইকেট ঝুলিতে পুরেছেন এই পেসার।
ভালোমানের পেসার খুঁজে বের করতে টেস্ট ক্রিকেটে যে পদ্ধতি অবলম্বন করে আসছে বাংলাদেশ দল, সেই পদ্ধতি ওয়ানডেতেও চাইছেন রোডস।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোডস বলেন, 'আমাদের কাছে সেইরকম ভালোমানের বোলার থাকতে হবে যে কিনা মাশরাফির বিকল্প হতে পারে। এটা সকলেই ভুলে যায়। আমাদের কাছে লম্বা এবং গতি দিয়ে বোলিং করতে পারে এমন কেউ নেই।
আমরা টেস্ট ক্রিকেটের জন্য যেটা চেষ্টা করছি, যত দ্রুত আমরা তাদের খুঁজে বের করবো, তত দ্রুত তারা ভালো করবে। এভাবে করেই ওয়ানডেতে আমরা মাশরাফির মানের বোলার তৈরি করতে পারব।'
বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে শুক্রবার বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন দেশসেরা অধিনায়ক মাশরাফি।