মাইলফলকের ম্যাচ বলেই ব্যর্থ তামিম!

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল মঙ্গলবার ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলেছেন। এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি অভিজ্ঞ বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার আগে ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া করে দলকে বিপদেও ফেলেন তিনি।
চলতি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। এমন ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলে মাইলফলকের ম্যাচটিকে স্মরণীয় করে রাখার দারুণ সুযোগ ছিল তামিমের। কিন্তু পারেননি তিনি।
ফিল্ডিংয়ে নেমে ম্যাচের পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ভারত ওপেনার রোহিত শর্মার তোলা ক্যাচ হাতছাড়া করেন তামিম। ৯ রানে জীবন পেয়ে ১০৪ রানের ইনিংস খেলেন রোহিত। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ২২ রান করে আউট হন তামিম।
পরিসংখ্যান বলছে মাইলফলকের ম্যাচে তামিম খুব বেশি ব্যাট হাতে সফল হতে পারেন না। ২০০৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে বাঁহাতি এই ব্যাটসম্যান আউট হন মাত্র ৫ রান করে।

ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে দুই বছর সময় নেন তামিম। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ছিল তাঁর ৫০তম ওয়ানডে। মাইলফলকের ম্যাচেও ব্যর্থ হন তিনি। আউট হন মাত্র ১৮ রান করে। তামিমের ব্যর্থতার দিনে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৫৩ রানে।
২০১১ সালে জিম্বাবুয়ের মাটিতে তামিম তাঁর শততম ওয়ানডে ম্যাচ খেলেন। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। বাংলাদেশ সেই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে। শেষমেশ ৩-২ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।
১৫০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুটা সফল হয়েছিলেন তামিম। সেবার তামিমের ঘরের মাঠ চট্টগ্রামে তাঁর ব্যাট থেকে আসে ৬১ রানের ইনিংস। বাংলাদেশও এই সিরিজে জিতেছিল। এবার তামিমের ২০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলকের ম্যাচে বাংলাদেশ হেরেছে ২৮ রানে।
বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস ভারতের বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছেন, এই ওপেনার তাঁর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। তবে সফল হচ্ছেন না। দারুণ শুরুর পর রোডস ভেবেছিলেন দিনটি তামিমের হতে চলেছে। তবে কোচের সেই ধারণা সঠিক হয়নি।
‘তামিম তার সবটুকু দিয়ে পারফর্ম করার চেষ্টা করেছে। আগে সে অনেক রান করেছে, যেটা সে সব সময় করতে ভালোবাসে। বিশ্বকাপে সে মন দিয়ে চেষ্টা করেও সফল হয়নি। কখনও কখনও কোনও কিছুই আপনার পক্ষে হবে না। আপনারা দেখেছেন আজ (মঙ্গলবার) সে ভালো কয়েকটি শট খেলেছে। আমি ভেবেছিলাম দিনটা তামিমের হতে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি।’
তামিম এবারের বিশ্বকাপে ব্যর্থ হলেও বাংলাদেশ কোচের বিশ্বাস ভারতে অনুষ্ঠিত পরবর্তী বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারবেন তিনি। তামিমের কৌশলগত কোনো সমস্যা দেখছেন না বাংলাদেশ কোচ। এজবাস্টনের উইকেট যেমন ছিল, সেখান থেকে ব্যাটম্যানদের থেকে বোলাররাই বেশি সুবিধা পান। এমনটাই মনে করেন রোডস।
‘এটাই ক্রিকেট। মাঝে মাঝে অনেক চেষ্টা করেও কিছুই হবে না। তামিম সব সময় দলকে জেতানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার এমন কিছু করতে পারেনি। এবার পারেনি বলে পরে হবে না, তা নয়। আরেকটি বিশ্বকাপ খেলার মতো তারুণ্য তার মধ্যে আছে। হয়তো ভারতে আগামী বিশ্বকাপে সে নিজের সেরাটা দিতে পারবে।’
‘আমি মনে করি না কৌশলগত কোনও সমস্যা আছে। তামিম আজ দারুণ শুরু করেছিল। কিন্তু শেষ করতে পারেনি। উইকেটের কিছু ব্যাপার থাকে। রোহিত শর্মারও শুরুতে সমস্যা হচ্ছিল। এ ধরনের উইকেটে ব্যাটসম্যানদের থেকে বোলাররা সুবিধা বেশি পায়', যোগ করেন রোডস।