সৌম্যর ভুল স্বীকার

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দুষছেন সৌম্য সরকার। বাংলাদেশি এই ওপেনার নিজের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন অকপটে।
তাঁর মতে, উইকেটে থিতু হয়ে ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়া দলকে আরও বেশি বিপদে ফেলে দিয়েছে। এই তালিকায় নিজেকেও রাখছেন ভারতের বিপক্ষে ৩৮ বলে ৩৩ রান করা সৌম্য।

ম্যাচ শেষে তিনি জানান, 'স্বাভাবিকভাবেই হতাশ লাগছে ম্যাচ হেরে। আমার মতে উইকেটে থিতু হওয়া ব্যাটসম্যানরা আরও দায়িত্ব নিয়ে খেললে ভালো হতো, যা আমরা পারিনি।
আমাদের যে কারো থেকে বড় একটি ইনিংস ম্যাচ পাল্টে দিতে পারত। আমারও ভালো খেলা উচিত ছিল। আমি ভালো খেললে ফলাফল পাল্টে দিতে পারতাম, দুর্ভাগ্যবশত এমনটা হয়নি।'
আগে ব্যাট করে রোহিতের সেঞ্চুরিতে নয় উইকেটে ৩১৪ রান করেছে ভারত। জবাবে দুই ওভার হাতে রেখে ২৮৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
২৮ রানের এই পরাজয় বাংলাদেশকে সেমিফাইনালের লড়াই থেকেও ছিটকে দিয়েছে।