বাংলাদেশের কোমর ভেঙে দিয়েছিল হার্দিকঃ নেহরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ে বল হাতে বড় ভূমিকা পালন করেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ১০ ওভার বোলিং করে ৬০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। সাজঘরে ফিরিয়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান এবং লিটন দাসকে।
ব্যাট হাতে ০ রান করে বিদায় নিলেও বোলিং পারফর্মেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন হার্দিক। বাংলাদেশের ইনিংসের মাঝে সাকিব আর লিটন যখন গুরুত্বপূর্ণ জুটি গড়ছিলেন তখন এই দুজনকে ফিরিয়ে মাশরাফিবাহিনীর ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন হার্দিক, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক পেসার আশিস নেহরা।

মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতের ছুঁড়ে দেয়া ৩১৫ রানের লক্ষ্যে মাত্র ২৮৬ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় মাশরাফি বিন মুর্তজার দল।
নেহরা বলেন, 'বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু তাদের যেসব সময় উইকেট ধরে খেলা উচিত ছিল তখন তারা উইকেট ছুঁড়ে দিয়েছে। এখানে হার্দককে কৃতিত্ব দিতে হবে।
সাকিব আর লিটনকে তিনি সাজঘরে ফিরিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিল। সেখান থেকে সাব্বির আর সাইফউদ্দিনের জন্য কাজটা অনেক কঠিন হয়েছিল। তারপরও এই দুজনকে কৃতিত্ব দিতে হয় শেষ পর্যন্ত লড়াই করার জন্য।'
ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। যদিও আরেকটি ম্যাচ বাকি আছে মাশরাফি বিন মুর্তজার দলের। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।