রাগে-ক্ষোভে ক্রিকেট ছাড়লেন রাইডু

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের ব্যাটম্যান আম্বাতি রাইডু। মূলত বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তিনি।
চলতি বিশ্বকাপে ভারতের রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় ছিলেন রাইডু। ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝ পথে ছিটকে গেছেন ওপেনার শিখর ধাওয়ান এবং অলরাউন্ডার বিজয় শঙ্কর।
ধাওয়ানের বদলি হিসেবে ঋষভ পান্ত এবং বিজয়ের বদলি হিসেবে মায়াঙ্ক আগারওয়াল জায়গা পেলেও জায়গা হয়নি রাইডুর। দুইবার প্রত্যাখ্যাত হওয়ার পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

অবশ্য নিজ থেকে অবসরের কারণ জানাননি রাইডু। এই মিডল অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) অংশ নেবেন না তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান বিশ্ব জুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে আগ্রহী।
ভারতের হয়ে ৫০টি ওয়ানডে ম্যাচে ৪৭.০৫ গড়ে ব্যাট হাতে ১ হাজার ৬৯৪ রান করেছেন রাইডু। তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১২৪ রান। ৩টি সেঞ্চুরির সাথে তাঁর রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি।
ওয়ানডেতে দারুণ ছন্দে থাকলেও ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে একেবারেই মানিয়ে নিতে পারেননি তিনি। ৫ টি টোয়েন্টিতে তাঁর রান মোটে ৪২! ব্যাটিং গড় মাত্র ১০.৫০।
ধারণা করা হচ্ছে বিদেশি লিগগুলোতে অংশ নিতেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন রাইডু। এর আগে যুবরাজ সিং এবং মানপ্রিত গণি একই কারণে অবসর নিয়েছেন। সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডিন জোন্স মনে করেন এই ক্রিকেটারদের অবসরের দায়ভার বিসিসিআইয়ের।
'ভারতের ক্রিকেটে অনেক কিছু ঘটছে এবং বিসিসিআই বিদেশি লিগগুলোতে খেলার অনুমতি দিচ্ছে না। তাই কিছু খেলোয়াড় অবসর নিচ্ছে। তাহলে তারা চাইলেই যেকোনো জায়গায় খেলতে পারবে।'