পাকিস্তান চাইবে এশিয়া কাপের বদলা নিতেঃ রোডস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। যদিও আরেকটি ম্যাচ বাকি আছে মাশরাফি বিন মুর্তজার দলের। টুর্নামেন্টের শেষটা ইতিবাচকভাবেই শেষ করতে চায় টাইগাররা, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস অবশ্য ভালোভাবেই জানেন যে, বাংলাদেশকে সহজে ছেড়ে দিবে না পাকিস্তান।
বিগত ৫ বছরে বাংলাদেশের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। সর্বশেষ দেখায় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। কোচ রোডস জানালেন, এশিয়া কাপে হারের বদলা অবশ্যই বিশ্বকাপ দিয়েই নিতে চাইবে পাকিস্তান।

ভারতের কাছে হেরে গেলেও পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে লাল-সবুজের দলটি। শেষটা ভালো ভাবে শেষ করার লক্ষ্য নিয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা। রোডস বলেন,
'শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি আমরা, এশিয়া কাপে আমরা তাদের হারিছিলাম, আমার মনে হয় তাঁরা সেটা পরিবর্তন করতে চাইবে বা হারের বদলা নিতে চাইবে। আমরা আমাদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব।
পাকিস্তান জানে যে আমাদেরকে হারানো এতোটা সহজ হবে না। আর আমরা সকলেই চাই টুর্নামেন্টের শেষটা ইতিবাচকভাবে করতে। তাই শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দল।'
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।