promotional_ad

পাকিস্তান চাইবে এশিয়া কাপের বদলা নিতেঃ রোডস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। যদিও আরেকটি ম্যাচ বাকি আছে মাশরাফি বিন মুর্তজার দলের। টুর্নামেন্টের শেষটা ইতিবাচকভাবেই শেষ করতে চায় টাইগাররা, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস অবশ্য ভালোভাবেই জানেন যে, বাংলাদেশকে সহজে ছেড়ে দিবে না পাকিস্তান। 


বিগত ৫ বছরে বাংলাদেশের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। সর্বশেষ দেখায় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। কোচ রোডস জানালেন, এশিয়া কাপে হারের বদলা অবশ্যই বিশ্বকাপ দিয়েই নিতে চাইবে পাকিস্তান। 



promotional_ad

ভারতের কাছে হেরে গেলেও পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে লাল-সবুজের দলটি। শেষটা ভালো ভাবে শেষ করার লক্ষ্য নিয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা। রোডস বলেন,  


'শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি আমরা, এশিয়া কাপে আমরা তাদের হারিছিলাম, আমার মনে হয় তাঁরা সেটা পরিবর্তন করতে চাইবে বা হারের বদলা নিতে চাইবে। আমরা আমাদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। 


পাকিস্তান জানে যে আমাদেরকে হারানো এতোটা সহজ হবে না। আর আমরা সকলেই চাই টুর্নামেন্টের শেষটা ইতিবাচকভাবে করতে। তাই শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দল।'



শুক্রবার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball