বাকি ব্যাটসম্যানদের সমর্থনের অভাবে হেরেছিঃ সাইফউদ্দিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পুরো আসরে ব্যাট হাতে দুর্দান্ত খেলে গিয়েছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। তাঁদের সঙ্গ দিতে পারেননি অন্য কোনও ব্যাটসম্যান। এ কারণে আশা জাগিয়েও বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ, এমনটা মন্তব্য করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আসরের শুরু থেকেই ফর্মের তুঙ্গে ছিলেন সাকিব। ব্যাট হাতে এখন পর্যন্ত তিনি করেছেন ৫৪২ রান। মুশফিকের ব্যাটেও এসেছে ৩৫১ রান। কিন্তু এই দুজনের ধারেকাছেও নেই অন্যান্য ব্যাটসম্যানদের পারফর্মেন্স।

টপ অর্ডারে তামিম ইকবাল থেকে শুরু করে মাহমুদউল্লাহ রিয়াদ পর্যন্ত প্রত্যেকেই চেষ্টা চালিয়েছেন, কিন্তু আসর জুড়ে আশানরুপ পারফর্ম করতে পারেননি কেউ। এ কারণে সেমিফাইনাল যাত্রা হল না বাংলাদেশের, মনে করছেন সাইফউদ্দিন।
বার্মিংহামে ভারতের কাছে ২৮ রানে হারের পর তিনি সাংবাদিকদের বলেন, 'কোনো সন্দেহ নেই সাকিব ভাইয়ের ব্যাপারে। স্বপ্নের মতো তার বিশ্বকাপ যাচ্ছে। পাশাপাশি মুশফিক ভাইও ধারাবাহিকতা বজায় রাখছেন।
কিছু ব্যাটসম্যান যদি তাদের সমর্থন দিতে পারতো তাহলে হয়তো আরও ভালো খেলতে পারতাম। আমরা সেমিফাইনালের দাবীদার হতে পারতাম যদি কয়েকজন ব্যাটসম্যান ওইরকম সমর্থন করতে পারতো।'
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি এখন বাংলাদেশের জন্য নিতান্তই নিয়ম রক্ষার ম্যাচ। যদিও বিশ্বকাপ জয় দিয়েই শেষ করতে চাইবে মাশরাফিবাহিনী।