আশায় ছিলাম রোহিত আরেকটি সুযোগ দেবেঃ রোডস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত-বাংলাদেশ ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলকে শুরুতেই বড় সুযোগ দিয়েছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ব্যক্তিগত ৯ রানে থাকা অবস্থায় তামিম ইকবালকে ক্যাচ দিয়ে বসেছিলেন এই ওপেনার। কিন্তু সেই ক্যাচ লুফে নিতে তামিম ব্যর্থ হওয়ার পর জীবন পেয়ে সেটাকে সেঞ্চুরিতে পরিণত করেন রোহিত।
চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ এবং ওয়ানডে ক্যারিয়ারের ২৬তম শতক হাঁকানো রোহিতের কাছ থেকে ভারতের ইনিংস চলাকালীন সময় আরও একটি সুযোগ পাওয়ার আশা করছিলেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। কিন্তু জীবন পেয়ে কোন প্রকার ভুল করেননি তিনি।
১০৪ রানের ইনিংস খেলে ভারতকে ৩১৪ রানের পুঁজি এনে দিতে সাহায্য করেছেন এই ওপেনার। শুরুতে জীবন পাওয়া এই ওপেনার সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৮০ রান যোগ করে দলকে বড় ইনিংস খেলার ভিত গড়ে দেন।

এই ক্যাচ মিসকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন টাইগার কোচ স্টিভ রোডস। তিনি বলেন, 'কোচ হিসেবে বিগত কয়েক বছরে অনেক ক্রিকেট ম্যাচ দেখেছি আর খেলোয়াড় হিসেবে খেলেছিও। তাই আমি জানি একটা ক্যাচ মিস অনেক বড় ক্ষতি করতে পারে। তবে আমি নিশ্চিত ছিলাম না ক্ষতিটা কত বড় হবে।
আমি আশায় ছিলাম রোহিত আরও একটি সুযোগ দিবে আমাদের, আমরা ভুলটা শুধরে নিবো। কিন্তু সেটা আর হয়নি। রোহিত অসাধারণ একজন ব্যাটসম্যান। বর্তমান সময়ের অন্যতম সেরা। আপনি যদি কোহলি বা রোহিতদের মত ব্যাটসম্যানদের দ্বিতীয় জীবন দেন তাহলে তাঁর খেসারৎ আপনাকে দিতেই হবে।'
ক্যাচ মিস করলেও তামিম ইকবালকে দলের অন্যতম নির্ভরযোগ্য ফিল্ডার হিসেবে দেখেন রোডস। তবে তাঁর কাছ থেকে ক্যাচ মিস হওয়ায় অবাক হয়েছিলেন তিনি। কিন্তু দিন শেষে মানুষ ভুল করতে পারে বলে দাবি করছেন এই ইংলিশম্যান।
তিনি আরও জানান, 'আর যে ক্যাচ ছেড়েছে সে তামিম। দলের অন্যতম নির্ভরযোগ্য ফিল্ডার। সে নিজেকে ভালো ফিল্ডার হিসেবে গড়ে তুলেছে, তাই তাঁর কাছ থেকে এমন হওয়াটা একটু অবাক করেছে আমাকে।
কিন্তু সে মানুষ, আমরা সবাই মানুষ। আমিও আমার জীবনে অনেক ক্যাচ ছেড়েছি। আমার মনে হয় এই জীবনে যেই ক্রিকেট খেলেছে ক্যাচ ফেলেছে। কিন্তু মাঝে সাঝে একটা ক্যাচ মিস অনেক বড় ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে।'