promotional_ad

ভেবেছিলাম বড় ম্যাচ জিতিয়ে হিরো হবঃ সাইফউদ্দিন

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল ইনজুরির অযুহাত দেখিয়ে খেলেননি মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সেই খবরের সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে। এই অলরাউন্ডার জানিয়েছেন তাঁর ইচ্ছে ছিল বড় ম্যাচ জিতিয়ে এই সমালোচনার জবাব দেয়ার।


ভারতের বিপক্ষে বাংলাদেশকে জেতাতে না পারলেও ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। যা তাঁর বিশ্বকাপে প্রথম অর্ধশতক। এই ম্যাচের প্রথম বল থেকেই তাঁর ইচ্ছে ছিল বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া। তবে সেই ইচ্ছে পূরণ না হওয়ার হতাশ সাইফউদ্দিন।



promotional_ad

'কিছুদিন আগেও আমাকে নিয়ে একটা নিউজ হয়েছিল। আমি বড় দলের বিপক্ষে ভয়ে ইনজুরির অযুহাত দেখিয়েছি। আমার মধ্যে কাজ করছিলো বড় দলের বিপক্ষে ম্যাচ জিতিয়ে আমি হিরো হবো। যখন ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলাম। প্রথম থেকে শেষ বল পর্যন্ত আমার ইচ্ছে ছিল ম্যাচ জেতাবো।'


সমালোচকদের ভুল প্রমাণ করতে ম্যাচের প্রথম বল থেকেই কিছু করার লক্ষ্য ছিল সাইফউদ্দিনের। এই অলরাউন্ডার জানেন খেলোয়াড়দের মুখে জবাব দিতে নেই। তাই মাঠেই তিনি জবাব দিতে চেয়েছিলেন।


'আমাকে নিয়ে যা হচ্ছিলো, আমি যেন ভুল প্রমাণ করতে পারি এজন্য প্রথম বল থেকেই চেষ্টা ছিল কিছু করার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হয়নি। আমাদের খেলোয়াড়দের আসলে কিছু বলার নেই। আমাদের জবাব দিতে হয় মাঠেই। জবাব দেয়ার আর কোনো রাস্তা নেই। তাই মাঠেই জবাব দেয়ার চেষ্টা করি।'



বিশ্বকাপের শুরু থেকেই বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন সাইফউদ্দিন। ৬ ম্যাচে তাঁর দখলে রয়েছে ১০টি উইকেট। বল হাতে ছন্দে থাকলেও বিশ্বকাপের শেষ পর্যায়ে ব্যাট হেসেছে তাঁর। আর তাতেই আনন্দিৎ এই অলরাউন্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball