ভাগ্য সাহসীদের পক্ষেঃ রোহিত

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ফিরে যেতে পারতেন মাত্র নয় রানে! কিন্তু জীবন পেয়েই বাংলাদেশের বিপক্ষে করলেন সেঞ্চুরি। অনবদ্য এক সেঞ্চুরি হাঁকানোর পর রোহিত নিজেই জানিয়েছেন, ভাগ্য সাহসীদের পক্ষে।
ম্যাচের শুরুর দিকে মুস্তাফিজুর রহমানের করা ওভারের একটি বলে পুল করতে গিয়ে টাইমিং মেলাতে পারেননি রোহিত। যার কারণে মিড উইকেটে তামিমের হাতে গিয়ে পৌঁছায় বলটি।

তাঁর সহজ ক্যাচটি হাতছাড়া করেছেন তামিম। নয় রানে জীবন পাওয়া রোহিত থেমেছেন ১০৪ রানে। ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে রোহিত জানান,
'আপনাকে ইতিবাচক থাকতে হবে। এটাই আমি মনে করি। ভাগ্য সাহসীদের পক্ষে। উইকেটে শুরুতে ব্যাট করা সহজ ছিল না। আমরা সময় নিয়েছি। আমি যখন আমার পরিকল্পনা মতো খেলা শুরু করতে পারি তখন আমার লক্ষ্য হয় বোলারদের চেপে ধরা।'
চলমান বিশ্বকাপে এটি চতুর্থ সেঞ্চুরি রোহিতের। একের পর এক সেঞ্চুরি হাঁকানো এই ক্রিকেটারের অবশ্য পূর্বের কীর্তিতে নজর নেই। আগামী ম্যাচগুলোতে চোখ তাঁর।
'আগে যা করেছি, সেটা আগেই করেছি। নতুন কোনো দিনে আমি চিন্তা করি না আগে কি করেছি। আমাদের এখন পরের ম্যাচে নজর দেওয়া উচিত।'