promotional_ad

এমন সুযোগেরই অপেক্ষায় ছিলেন সাইফউদ্দিন

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলের বিপর্যয়ে বাংলাদেশকে জয় এনে দিতে না পারলেও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ব্যাটিং সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।


হাফ সেঞ্চুতি হাঁকালেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে না পারায় আক্ষেপ করছেন সাইফ। তবে ম্যাচ হারলেও নিজের উপর আত্মবিশ্বাস ছিল বলেই ইনিংসটি খেলতে সক্ষম হয়েছেন তিনি।


দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে থেকে নিজের ব্যাটিং সামর্থ্য দেখানোর সুযোগ আসেনি তাঁর। কিন্তু কোহলিবাহিনীর বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকানোর দিন জানিয়েছেন, এমন সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।



promotional_ad

সাইফউদ্দিন বলেন, 'এমন একটি সুযোগের জন্য সবসময় অপেক্ষায় ছিলাম। ম্যাচ জেতানোর বা এরকম কিছু করার। আজকে আমার ব্যাটে বলে হচ্ছিলো। আমার আত্মবিশ্বাস ছিলো আমি আজকে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হয়নি। এটা শুধু বাজে দিন ছাড়া কিছু না।'


২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে ব্যাটিং দিয়েই ম্যাচ জিতিয়েছিলেন সাইফ। জাসপ্রিত বুমরাহ-মহাম্মদ শামিদের বিপক্ষে ক্রিজে থাকাকালীন সেই ম্যাচ থেকেই অনুপ্রেরণা নেয়ার চেষ্টা করছিলেন এই তরুন। 


সঙ্গে ঘরোয়া ক্রিকেটে এমন পরিস্থিতিতে ব্যাটিং করার অভিজ্ঞতা ছিল তাঁর। সেসবের অভিজ্ঞতা থেকেই চাই চেয়েছিলেন প্রথম বারের মতো নিজে পারফর্ম করে দেশকে ম্যাচ জেতাবেন।


সাইফউদ্দিন আরও বলেন, 'আমার চেষ্টা ছিলো। হয়তো আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ জেতাতে পারিনি। অনূর্ধ্ব-১৯ এ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জিতিয়েছিলাম। বারবার আমি ওই দিনটার কথা স্মরণ করছিলাম। আমার মনে হচ্ছিলো আমি পারবো। কিন্তু হয়নি।



আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো সেভাবে নিজেকে মেলে ধরতে পারিনি। কিন্তু অনুর্ধ্ব-১৯ বা ঘরোয়া লিগে আমি এমন সময়ে ব্যাট করেছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। এজন্য ওই অভিজ্ঞতার কথা চিন্তা করে ব্যাটিং করেছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball