আমরা তামিমকে দায়ী করতে পারি নাঃ মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মার ক্যাচ ফেলার জন্য তামিম ইকবালকে দায়ী করছেন না বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানিয়েছেন, রোহিতের মতো একজন ব্যাটসম্যান ফর্মে থাকলে ক্রিকেটে এমনটা হতেই পারে। তাই এটাকে স্বাভাবিক ভাবেই দেখছেন তিনি।

'রোহিত শর্মার মতো একজন ব্যাটম্যান যখন ফর্মে থাকলে, ক্রিকেটে এমনটা হতেই পারে এবং এটার জন্য তামিমকে দায়ী করতে পারি না। আমরা শেষ ম্যাচে আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করবো।'
ম্যাচের পঞ্চম ওভারে বল করছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। সেই ওভারের চতুর্থ বলটি একটু খাটো লেংথে করেছিলেন তিনি।
বলটি পুল করতে গিয়ে টাইমিং মেলাতে পারেননি রোহিত। ফলে মিড উইকেটে তামিমের হাতে গিয়ে পৌঁছায় বলটি।
দুই হাতে বল ধরার চেষ্টা করেও হাতছাড়া করেন তিনি। ‘জীবন’ পেয়ে পরের ওভারেই ছক্কা হাঁকিয়ে বড় কিছুর ইঙ্গিত দেন।
ব্যক্তিগত ৯ রানে জীবন পাওয়া রোহিত শেষ পর্যন্ত আউট হন চলতি বিশ্বকাপে তাঁর চতুর্থ সেঞ্চুরি তুলে ১০৪ রান করে। এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ২৮ রানের ব্যবধানে।