সাঙ্গাকারার ক্লাবে রোহিত

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
একই বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারার পাশে নাম লিখিয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর বাংলাদেশের সঙ্গেও সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের সহ অধিনায়ক। বাংলাদেশের সঙ্গে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৯২ বলে ১০৪ রান করেছেন রোহিত।
অবশ্য তিনি মাত্র নয় রানে থাকার সময় বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল তাঁর ক্যাচ মিস করেছিলেন। 'দ্বিতীয় জীবন' পেয়ে সেঞ্চুরি করতে ভুল করেননি রোহিত।

এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সাঙ্গাকারা।
এবার একই আসরে চারটি সেঞ্চুরির রেকর্ড ছাড়াও আরেকটি রেকর্ডে সাঙ্গাকারার পাশে নাম লিখিয়েছেন রোহিত। তা হচ্ছে বিশ্বকাপে সাঙ্গাকারা এবং রোহিত, দুজনেরই আছে পাঁচটি করে সেঞ্চুরি।
এদের সঙ্গে আছে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের নামও। তবে একটু দ্রুতই পাঁচ নম্বর সেঞ্চুরি পেয়েছেন রোহিত। বিশ্বকাপে মাত্র ১৫ নম্বর ম্যাচ খেলে পাঁচ নম্বর সেঞ্চুরি আদায় করেছেন ডানহাতি এই ওপেনার।
পাঁচটি সেঞ্চুরি পেতে সাঙ্গাকারার লেগেছিল ৩৭ টি ম্যাচ, আর পন্টিংয়ের দরকার হয়েছিল ৪৬ টি ম্যাচ। বিশ্বকাপে ৪৫ টি ম্যাচে ছয়টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার।