বল হাতে সাকিব-মুস্তাফিজ দেখিয়ে দিয়েছেঃ হার্শা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের বোলিং পারফর্মেন্স মনে ধরেছে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের। ম্যাচের ইনিংস বিরতিতে এই দুইজনের ভালো বোলিংয়ের প্রশংসা করেছেন তিনি।
ম্যাচে ৫৯ রান খরচায় একটি মেডেনসহ পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তাঁর শিকার হয়ে ফিরেছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক এবং মোহাম্মদ শামি।

আলো ছড়িয়েছেন সাকিব আল হাসানও। দশ ওভারে ৪১ রান খরচায় একটি উইকেট নিয়েছেন তিনি। যেখানে অন্যান্য বোলারের ওপর চড়াও হয়েছে ভারতের ব্যাটসম্যানরা, সেখানে এই দুজনকে খেলতে কষ্ট করেছে তাঁরা।
টুইটারে হার্শা লিখেছেন, 'ভালো বোলিংয়ের বিপক্ষে রান করা যে সহজ নয় সেটা সাকিব এবং মুস্তাফিজ দেখিয়ে দিয়েছে। ভারতের বোলিং আক্রমণ অসাধারণ। তবে তারা আমার দেখা বাংলাদেশের ইতিহাস সেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলিং করবে। দ্রুত উইকেট নিলেই ভালো করবে ভারত।'
বাংলাদেশকে ৩১৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। এখন ব্যাট করতে নামছে বাংলাদেশ।