জীবন পেয়ে রোহিতের হাফসেঞ্চুরি

ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৮৭/০ (১৫ ওভার) (রাহুল-৩২, রোহিত-৫১; মাশরাফি- ০/২৬ , সাইফউদ্দিন-০/২৫)
রোহিতের হাফসেঞ্চুরিঃ

৯ রানে তামিমের হাতে জীবন পাওয়ার পর দারুণভাবে জ্বলে উঠেছেন ওপেনার রোহিত শর্মা। এরই মধ্যে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ক্রিজে অপরাজিত আছেন বলে ৪৬ বলে ৫১ রান নিয়ে। আর তাঁর সঙ্গী হিসেবে ৩১ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। রোহিতের ক্যাচ ছাড়ার মাশুল বলা যায় বেশ ভালোভাবেই দিচ্ছে বাংলাদেশ।
রোহিতকে জীবন দিলেন তামিমঃ
এজবাস্টনে টস জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে মুস্তাফিজুর রহমানের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন রোহিত।
মুস্তাফিজে করা শর্ট বলটি পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে বসেন রোহিত। কিন্তু সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন তামিম ইকবাল। ফলে মাত্র ৯ রানে জীবন পান রোহিত।