promotional_ad

ডু প্লেসিদের ধুয়ে দিলেন জন্টি রোডস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে ভরাডুবির পর দক্ষিণ আফ্রিকা দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি জন্টি রোডস। ৮ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 


পুরো বিশ্বকাপে বিবর্ণ পারফর্মেন্স করা দলের কঠোর সমালোচনা করেছেন রোডস। বিশ্বকাপের সেরা একাদশ নিয়ে টিম ম্যানেজমেন্ট সন্দিহান ছিলো বলে বিশ্বাস করেন এই কিংবদন্তি। 



promotional_ad

আমলা, ডু প্লেসিদের নিয়ে তিনি বলেছেন, ‘যখন তারা এক মাস আগে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল তখন আমাকে জিজ্ঞাস করা হয়েছিল তাদের ব্যাপারে। আমি মনে করি একমাত্র যে বিষয়টি তাদের পক্ষে গিয়েছে, সেটি হলো তাদের কাছ থেকে কেউই তেমন প্রত্যাশা করে না। গত ১২ মাসে ঘরোয়া ক্রিকেটে তাদের পারফর্মেন্স আরও ভালো ছিল এবং তারা নিজেদের সেরা একাদশও জানে না।' 


শুধু তাই নয়, ডু প্লেসিদের কোনো বিকল্প পরিকল্পনা ছিলো না বলে মনে করছেন রোডস। আর সেই কারণেই এমন করুণ দশা হয়েছে তাদের। রোডসের ভাষায়, ‘বিশ্বকাপে ৪০ এবং ৬০ রানের ইনিংস সেঞ্চুরিতে রুপান্তর করতে হবে। আমরা সেটি করিনি। আমাদের আসলেই কোনো বিকল্প পরিকল্পনা ছিলো না। একটাই পরিকল্পনা ছিল, শুরুতে বোলিং করা এবং প্রতিপক্ষকে আউট করা।'


বিশ্বকাপ শুরুর আগে ফেবারিট হিসেবে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখেছিলেন অনেকে। কিন্তু হতাশার পরিচয় দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছাড়া আর কোনো ম্যাচেই তেমন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেনি প্রোটিয়ারা।



রোডসের ভাষ্যমতে, ‘আপনি যখন বিশ্বকাপে খেলতে নামবেন এবং একাদশ চূড়ান্ত করবেন না, আমি মনে করি আপনাকে অবশ্যই বিপদে পড়তে হবে। বিশ্বকাপ শুরুর আগে তারা র‍্যাঙ্কিংয়ের তিন কিংবা চার নম্বরে ছিল, তবে সম্ভবত তারা কাগজে কলমেই শক্তিশালী ছিল।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball