৯ রানে জীবন পেলেন রোহিত

ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ২১/০ (৫ ওভার) (রাহুল-৮, রোহিত-১১; মাশরাফি- ০/১০ , সাইফউদ্দিন-০/৫)

রোহিতের ক্যাচ ছাড়লেন তামিমঃ
এজবাস্টনে টস জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে মুস্তাফিজুর রহমানের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন রোহিত।
মুস্তাফিজে করা শর্ট বলটি পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে বসেন রোহিত। কিন্তু সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন তামিম ইকবাল। ফলে মাত্র ৯ রানে জীবন পান রোহিত।