একাদশে দুই পরিবর্তন বাংলাদেশের

ছবি: রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ২টি পরিবর্তন নিয়ে আজ খেলতে নামছে বাংলাদেশ। স্পিনার মেহেদী হাসান মিরাজের পরিবর্তে রুবেল হোসেনকে একাদশে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ সাইফউদ্দিনের সাথে পেস আক্রমণ সামলাবেন রুবেল।

এছাড়াও ডান পায়ের মাংশপেশিতে চোট পাওয়া মাহমুদউল্লাহ এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় খেলছেন না আজকের ম্যাচে। তাঁর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান।
আজকের ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে সাব্বিরের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন সাব্বির। এরপর বাদ পড়তে হয় তাঁকে।
বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।