স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে টস হারলেন মাশরাফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে এবং টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর বিশ্বকাপে প্রথম দেখাতেই তাদের হারিয়ে চমক সৃষ্টি করেছিল হাবিবুল বাশারের দল।
একই সঙ্গে তারা টুর্নামেন্ট থেকেই বিদায় করে দিয়েছিল পরাশক্তি ভারতকে। এরপর অবশ্য আরো ২ বার বিশ্বকাপের মঞ্চে খেলেছে ভারত-বাংলাদেশ। যেখানে আর সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
২০১১ সালের বিশ্বকাপে ঢাকায় উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৮৭ রানে পরাজিত হয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। পরবর্তীতে ২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্নে ১০৯ রানে বাংলাদেশকে হারায় ভারত।