আমাদের স্লোয়ার আর্চার-উডদের মতো নয়ঃ মাশরাফি
ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ডের পেসারদের স্লোয়ারের সঙ্গে নিজ দলের পেসারদের স্লোয়ারে পার্থক্য খুঁজে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দেশীয় পেসারদের স্লোয়ারে গতির অভাব আছে বলে মনে করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বাংলাদেশের পেসাররা গড়ে বল করে থাকেন ১২৫-১৩০ কি.মি. বেগে। অপরদিকে ইংল্যান্ডের পেসাররা গড়ে বল করেন ১৪০-১৪৫ কি.মি. বেগে। বার্মিংহামের উইকেটে ভারতকে স্লোয়ার দিয়ে কুপোকাত করেছিলেন জফরা আর্চার, মার্ক উডরা।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগের দিন মাশরাফি বলেন, ‘ইংল্যান্ডের সাথে আমাদের ব্যাপারটা মেলানো কঠিন হবে। আর্চার, উড; ওদের গতি আছে। ১৪০-৪৫ কি.মি. বেগে বোলিং করা ওদের বল যখন ১২৫ কি.মি. বেগে আসে সেটা অন্যরকম জিনিস।’

উইকেটের সুবিধা পেলে প্রেক্ষাপট পাল্টে যাবে বলে বিশ্বাস মাশরাফির। এ ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন বা মাশরাফি নিজেই সফল হবেন বলে তাঁর বিশ্বাস।
'স্লোয়ার নির্ভর করে উইকেটের ওপর। উইকেটে যদি মুস্তাফিজের স্লোয়ার সুবিধা পায় তাহলে সে লাভবান হবে। সাইফউদ্দিনও করতে পারে। আমিও স্লোয়ার করি। সফল হওয়ার উপায় থাকলে আমি, মুস্তাফিজ বা সাইফউদ্দিন যে কেউ সফল হবে।’