প্রধানমন্ত্রী হতে চান না মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনে নরাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আগামী ১০/১৫ বছর পর প্রধানমন্ত্রী হতে চান কিনা, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমন প্রশ্নের জবাব দিতে হয়েছে ওয়ানডে অধিনায়কে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অপ্রাসঙ্গিক এমন প্রশ্নে বিচলিত না হয়ে সহজ কথায় উত্তর দিয়েছেন মাশরাফি।
তিনি বলেছেন, 'না, মোটেও না'।
বিশ্বকাপের ইতিহাসে মাশরাফিই প্রথম এবং একমাত্র অধিনায়ক যিনি সংসদ সদস্য হয়েও খেলছেন। তাই ভারতীয় এক সাংবাদিক মাশরাফিকে এই প্রশ্ন করার লোভ সামলাতে পারেননি।
সংসদের দায়িত্ব সামলে এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মাশরাফি। তাঁর অধিনায়কত্বে চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা।