আবেগ নয়, এটা বাস্তবতাঃ মাশরাফি

ছবিঃ রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ভারতের বিপক্ষে ওয়ানডে দুইবার ম্যাচসেরা হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। একবার ২০০৪ সালে, ঘরের মাটিতে। আরেকবার ২০০৭ বিশ্বকাপে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে হয়তো শেষবারের মতো মাঠে নামছেন মাশরাফি। যে কারণে ভারতের বিপক্ষে করা তাঁর পেছনের পারফর্মেন্স নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু অতিতের সুখস্মৃতি নিয়ে এবার আবেগ নয়, বাস্তবতা দিয়ে বিচার করতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।


ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বার্মিংহামে মাশরাফি বলেন, 'আবেগ নয়, এটা বাস্তবতা। অবশ্যই ভালো স্মৃতি আছে এটাও সত্যি কথা। আমি আশা করি সব ঠিকভাবে যাবে। আমার জন্য না, দলের জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ। আমি না করি, আরেকজন করুক। দল ভালো করুক, জিতুক এটাই মূল কথা।' 


promotional_ad


এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে নারাজ তিনি। বরং বরাবরের মতো দলীয় শক্তিতেই আস্থা রাখছেন তিনি।

'২০০৪ আর ২০০৭ সালে সুমন ভাই (হাবিবুল বাশার) অধিনায়ক ছিলেন। উনি আমাকে নিয়ে পরিকল্পনা করে মাঠে নামেননি। আমিসহ পাঁচ-ছয়জন বোলার নিয়ে পরিকল্পনা করেছিলেন। সেদিন আমি ভালো করেছিলাম। 

এখন আমি অধিনায়ক। আমি চাইব আমিসহ অন্য যারা আছে তাদের কেউ এভাবে পারফর্মেন্স করুক। যেটা সাকিব করে আসছে, তাই সাকিবই কেন না? আমরা যেন ভালো খেলে জিততে পারি সেটাই আশা করি।'

২০০৪ সালে ঘরের মাটিতে ভারতকে প্রথমবারের মতো হারিয়েছিল বাংলাদেশকে। সেবার ৯ ওভার বোলিং করে ৩৬ রান খরচায় বীরেন্দর শেবাগ এবং মহেন্দ্র সিং ধোনির উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মাশরাফি। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ১৫ রানে।

এরপর পোর্ট অফ স্পেনে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯.৩ ওভারে ৩৮ রানে চারটি উইকেট তুলে নেন তিনি। সেই ম্যাচে পাঁচ উইকেটে জেতে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball