নিজেদের দিনে যে কাউকে হারাতে পারিঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন, নিজেদের দিনে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনই জানিয়েছেন তিনি।
ভারতের শক্তিমত্তা সম্পর্কে ধারণা রেখেই মাঠে নামবে বাংলাদেশ দল। নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য এখন টাইগারদের। তবে বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারানো যে সহজ হবে না, সেটা ভালো করেই জানেন অধিনায়ক।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবারের দেখায় একবার ভারতকে হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে মঙ্গলবার কোহলিবাহিনীর বিপক্ষে জয়ের বিকল্প নেই মাশরাফিদের সামনে।
মাশরাফি বলেন, 'এখন বেশি পথ নেই, আমাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। যদি আমরা জিততে পারি তাহলে খুবই ভালো হবে। সত্যি বলতে দুই দলই শক্তিশালী। আমাদেরকে কালকের ব্যাপারে ভাবতে হবে।
এই বিশ্বকাপে ভারত অনেক শক্তিশালী দল, তাই আমাদের জন্য সহজ হবে না। আমাদেরকে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। সব বিভাগে নিজেদের শতভাগ দিতে হবে। ভালো দিক হচ্ছে যে এখনও আমরা টুর্নামেন্টে টিকে আছি। দেখি কী হয়।’
নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমরা এতোদিন যা খেলেছি তার থেকে অনেক বেশি ভালো খেলতে হবে। দিনটা আমাদের পক্ষে থাকলে আর সব বিভাগে নিজেদের শতভাগ দিলে ভিন্ন ফলাফলও আসতে পারে। আমরা নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি। তারপরও বলছি এতোটা সহজ হবে না, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো।'
মঙ্গলবার বিশ্বকাপ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।