খেলছেন না মাহমুদউল্লাহ, ফিরছেন সাব্বির!
ছবি: ছবিঃ বিসিবি , রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নাও খেলা হতে পারে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। তাঁর যায়গায় একাদশে ফিরতে পারেন হার্ড হিটার সাব্বির রহমান। যদি;ও মোহাম্মদ মিঠুনের নামও শোনা যাচ্ছে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি মাহমুদউল্লাহ। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় রান নিতে নিতে গিয়ে পায়ের মাংশপেশিতে টান পড়ে তাঁর।

এই চোট থেকে সেরে উঠতে ৭ থেকে ১০ দিন সময় লাগার কথা জানানো হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহকে নিয়ে বলেছেন, ‘ও সম্ভবত খেলতে পারছে না। তাই ওর বদলি নিয়ে ভাবছি।’
শেষপর্যন্ত মাহমুদউল্লাহ না খেললে সাব্বির ও মিঠুনের মধ্য থেকে কাউকে বেছে নেয়া হবে। যদিও দলীয় সূত্র থেকে জানা গেছে, মাহমুদউল্লাহর জায়গায় সাব্বিরের খেলার সম্ভাবনাই বেশি।
মঙ্গলবার (২ জুলাই) বিশ্বকাপ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।