সংবাদ সম্মেলন কক্ষ ফাঁকা, আসেনি ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন কোনো ক্রিকেটারকে সংবাদ সম্মেলনে পাঠায়নি ভারত। শুধু সংবাদ সম্মেলনই নয়, এদিন অনুশীলনও করেননি বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরা।
বিশ্বকাপের মতো আসরে সংবাদ সম্মেলন করা যে কোনো দলের জন্যই বাধ্যতামূলক। সংবাদ সম্মেলনে না যাওয়ায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে জবাবদিহিতা করতে হতে পারে ভারতকে। কারণ একই কারণে শ্রীলঙ্কাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল আইসিসি।

রবিবার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৩১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বিরাট কোহলির দলকে।
ধারণা করা হচ্ছে দলের এমন হারের কারণেই অনুশীলন ও সংবাদ সম্মেলনে অংশ নেয়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি আসরে এর আগে এমন কাণ্ড ঘটিয়েছিল শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানের হারের পর সংবাদ সম্মেলন বয়কট করেছিল শ্রীলঙ্কা। পরবর্তীতে আইসিসির কাছে দুঃখ প্রকাশ করতে হয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইসিসিকে কথা দিয়েছিল, তারা এই ঘটনার পুনরাবৃত্তি করবে না।