বাংলাদেশের সেমিফাইনাল সমীকরণ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফের পাল্টে গিয়েছে বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সমীকরণ। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হার মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের জন্য সেমিফাইনালে খেলার পথটা কঠিন করে তুলেছে।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে মঙ্গলবার ভারতকে হারাতেই হবে বাংলাদেশকে। এরপর চেয়ে থাকতে হবে পাকিস্তানের ম্যাচের দিকে। কারণ ম্যাচটি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনাল হিসেবে গণ্য হবে।

ভারতের সাথে জিতে ৯ পয়েট পেলে পাকিস্তানের সমান পয়েন্ট হবে বাংলাদেশের। শুক্রবার পাকিস্তান-বাংলাদেশের ম্যাচটিতে যে জিতবে সেই চলে যেতে পারে শেষ চারে।
অন্যদিকে বাংলাদেশের সেমিফাইনাল খেলা অনেক খানি নির্ভর করবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ফলাফলের উপর। ৩ তারিখের এই ম্যাচ ইংল্যান্ড জিতে গেলে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে।
তখন ১১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের লড়াইটা হবে নেট রান রেটের হিসেবে। তবে ইংল্যান্ড হেরে গেলে ভারত এবং পাকিস্তানকে হারালেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ দল।
শেষ চারের টিকিট পাওয়ার জন্য এখন লড়াই চলছে মূলত পাঁচ দলের মধ্যে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাংলাদেশ বাকি ৩ স্থানের জন্য লড়াই করছে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সেমিফাইনাল খেলার স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সেমিফাইনালে কোন চার দল খেলবে সেটা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।