promotional_ad

উত্তাপহীন ম্যাচে মুখোমুখি উইন্ডিজ-শ্রীলঙ্কা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কার হাতে থাকা দুটি ম্যাচই তাদের জন্য এখন হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার ম্যাচ। তবে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরদের লক্ষ্য শেষ দুই ম্যাচে জয় তুলে নেয়া। 


সেই লক্ষ্যেই সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে দিমুথ করুনারত্নের দল। চেষ্টার লি স্ট্রিটে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। 


শ্রীলঙ্কার মত ওয়েস্ট ইন্ডিজও ইতোমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাই তাদের জন্য এই ম্যাচট নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। তবে শেষটা ভালোভাবে করতে চায় জেসন হোল্ডারের দল। 


বিশ্বকাপে দুই দলের ব্যর্থতার পেছনে মূলত দায়ী তাদের ব্যাটিং ব্যর্থতা। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ওয়েস্ট ইন্ডিজ বাকি ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিতে পারে নি। 



promotional_ad

শেষ চারের আশা শেষ হয়ে গেলেও কোচ ফ্লয়েড রেইফার জানিয়েছেন, শেষ দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তার দল। সব মিলিয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারা। জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে আছে এখন জেসন হোল্ডারের দল।


তিনি বলেন, ‘হ্যাঁ, বিশ্বকাপ থেকে ছিটকে গেছি। কিন্তু বিশ্বকাপের পর অনেক খেলা বাকি। তাই জয়ের ধারায় ফেরাটা গুরুত্বপূর্ণ। তাই ভালো ক্রিকেট উপহার দেওয়া উচিত।’


শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছেন ‘ব্যাটিং বিভাগ ব্যর্থতার মূল কারণ। ৫ ম্যাচে একটিও সেঞ্চুরি নেই। কিছু ফিফটি এসেছে।


আমার মনে হয় এটাই সবচেয়ে দুর্বল দিক। ভালো দলগুলোর সঙ্গে খেলতে ভালো ব্যাটিং লাইন আপের বিকল্প নেই।’


এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাদশে কোন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে পারেন ওপেনার এভিন লুইস। তবে শ্রীলংকার একাদশে দুই একটি পরিবর্তন আসতে পারে। কিন্তু সেটা নির্ভর করবে অনেকখানি কন্ডিশনের ওপরে।



শ্রীলঙ্কা (সম্ভাব্য): দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক) , অভিশকা ফার্নান্ডো,কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জীবন মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, ইশুর উদানা, লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা।


ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য): ক্রিস গেইল, ইভিন লুইস,শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরন, শিমরন হেটমিয়ার, কার্লোস ব্রাথওয়েট, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ , শেলডন কোটরেল, ওশেন থমাস



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball